গলায় কাঁটা বিধলে যে আমল করবেন!
ভাতে মাছে বাঙালি, এটাই বাঙালির পরিচয়। ভাতে কিংবা পোলাও মাছ ছাড়া চলে না অনেকেরই।
আর এ মাছে রয়েছে বিভিন্ন পুষ্টিগুণ। কিন্তু এই মাছ নিয়ে সমস্যা শুধু এক জায়গায়। সেটা হলো তার কাঁটা। মাছ খেতে গিয়ে গলায় কাঁটা বিঁধেনি এমন মানুষ খুব কমই পাওয়া যাবে।
আপনার গলায় মাছের কাঁটা বিঁধলে কোনো চিন্তা নেই। ডাক্তারের কাছে যেতে হবে না। পবিত্র কোরআনের আয়াতের ফজিলত দেখুন-
আপনি পবিত্র হয়ে নিচের দোয়াটি বিসমিল্লাহসহ পড়ুন আর ঢোক গিলতে থাকুন অথবা হাতের আঙ্গুল দিয়ে আলতো করে মালিশ করবেন কাটা চলে না যাওয়া পর্যন্ত। ইনশাল্লাহ! কিছুক্ষণের মধ্যে কাঁটা চলে যাবে।
গলা থেকে মাছের কাঁটা নামানোর দোয়া
গলা থেকে মাছের কাঁটা নামানোর দোয়া
দোয়াটি এই- "ফালাওলা ইযা বালাগাতিল হুলকুম"
সূরা আল-ওয়াকিয়াহ ( ﺍﻟﻮﺍﻗﻌﺔ ),
গলায় কাঁটা বিধলে যে আমল করবেন!
গলায় কাঁটা বিধলে যে আমল করবেন!
গলায় কাটা বিধলে করণীয়
খেতে বসে গলায় মাছের কাঁটা ফোটেনি এমন বাঙালি বোধহয় খুঁজে পাওয়া মুশকিল। অনেকে এখনও আছেন মাছের কাঁটা ঠিকমতো বেছে খেতে পারেন না। খেতে বসে অনেক কথা বলেন। আবার খুব তাড়াহুড়ো করে খান। এর ফলে হয় কী, অসাবধানে মাছের কাঁটা গলায় ফুটে যায়। আর তারপরই শুরু হয় যত বিপত্তি। গলায় মাছের কাঁটা বিঁধলে অসম্ভব অস্তস্তি শুরু হয়। তাই মাছের কাঁটা নামানোর উপায় রইল আপনাদের জন্য।
https://www.moneymakingideas44.....xyz/2021/12/golai-k