চুলের যত্ন কিভাবে নিতে হয় - ঘরোয়াভাবে চুলের যত্ন কিভাবে নিতে হয়
আমরা যখনই কোন রূপকথার রাজকন্যাদের কার্টুন ক্যারেক্টার সিনেমায় দেখি চোখ যেন আটকে যায় তাদের চুলে৷ বিশাল লম্বা,ঘন মত চুলের অধিকারী সিন্ডারেলা, স্নো হোয়াইট অথবা জেসমিন এর মত কে না হতে চাইবে? প্রত্যেক মেয়েই চায় স্বাস্থ্যজ্জল,ঝলমলে ও ঘন চুল। কিন্তু আমাদের দেশের আবহাওয়ার যে অবস্থা সেটি উপেক্ষা করে নিজের চুলকে সুন্দর রাখতে পারাটাই তো একটা বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।